টিপ্পনী:

 

খবর: (কুষ্টিয়ায় মাদক মামলায় পারভীন খাতুনের যাবজ্জীবন)

 

বিক্রি করেন মাদক তিনি

মাঝে মাঝে খান,

পাচার করেন ভুরি ভুরি

কোথায় ওসব পান?

 

কেউ জানে না কারিশমা কী

করেন গাড়ি বাড়ি,

কোমরে তার ভরা থাকে

থানা পুলিশ ফাঁড়ি

 

সব মানুষের কপালে চোখ

ব্যাপারখানা ভেবে,

পাচারকারী ওই নারীকে

কে ধরিয়ে দেবে?

 

অবশেষে ধরা খেলেন

মুখটা খুবই ভার,

আদালতের সাজা হলো

যাবজ্জীবন তার

 

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment