টিপ্পনী:

 

 

খবর: (সচিবের নাম ভাঙিয়ে শিক্ষক শামীমের পাতা ফাঁদে বহু শিক্ষক)

 

টাকার খাবল আছে ওনার

চিটিং করে খান,

আসল কথা কাটা গেছে

ওনার দুটো কান।

 

বেশরমের ভাসুর তিনি

ঠক বাবাদের শ্বশুর,

ফাঁদ পেতেছেন কায়দা রকম

কাণ্ড করেন পশুর।

 

লোক ঠকিয়ে টাকা কামান

কার পেছনে ঢালেন

পয়সা পেতে সুকৌশলে

দাবার ঘুটি চালেন।

 

বলে বেড়ান সবার কাছে

সচিব ওনার ভাই,

চাকরি দেয়ার নামে ধামে

টাকা বাগান তাই।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment