টিপ্পনী

 

খবর: (মহেশপুরে দুর্নীতি অনিয়মের অভিযোগে মাধ্যমিক শিক্ষা অফিসার স্ট্যান্ড রিলিজ)

চান্দাবাজি করেন তিনি

পকেটে নেন টাকা

নাচেন ঝাকানাকা

ব্যবসাটা খুব পাকা ওনার

ব্যবসাডা খুব পাকা।

 

ধান্দা নিয়ে সদায় ঘোরেন

ওনার আছে ঠেলা

বুদ্ধি বিবেক মেলা

আশেপাশে পেলা অনেক

আশাপাশে পেলা

 

অবশেষে হঠ্যাৎ সেদিন

পড়েন গ্যাঁড়াকলে

কতো না কৌশলে

বাঁচার আশায় নেতা ধরেন

সেটুক ডোবে জলে।

এখন তিনি দূরে

তবিল পাকেট পুরে!

 

Comments (0)
Add Comment