খবর: (চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহ জনজীবন বিপর্যস্ত)
হাত চলে না পা চলে না
গরম লাগে খুব,
দাবদাহে জান ত্রাহি ত্রাহি
দিচ্ছি ঘাটে ডুব।
প্রাণটা বুঝি ঠাণ্ডা হবে
খাচ্ছি কচি ডাব,
খাঁ খাঁ রোদে শরীর পোড়ে
হয় না তাতে লাভ।
সূর্য ঢালে গনগনিয়ে
তপ্ত গরম রোদ,
জ্বলে মরে গরিব মানুষ
বেশ যারা নির্বোধ।
রোদের পারদ মিটার বাড়ায়
বালুতে দেয় ঘি,
এসি রুমের মানুষ আমি
আমার তাতে কী?