টিপ্পনী:

 

 

খবর: (দেশ থেকে অপরাজনীতি বিদায় করতে চাই)

 

যিনি যখন বাইরে থাকেন

লম্বা কথা বলেন,

যেই ক্ষমতায় ঢুকে পড়েন

নিজের মতো চলেন।

 

দেশের কথা দশের কথা

আর থাকে না মাথায়,

গদির চেয়ার পোক্ত করার

জন্য করেন যা তাই।

 

সবাই করেন কাণ্ড একই

সবাই তবে সমান

দোহাই লাগে এখন থেকে

মিথ্যা বুলি কমান।

 

আমজনতার কথা ভেবে

নরম করুন মন,

দশের স্বার্থে দেশের স্বার্থে

এবার মানুষ হোন।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment