খবর: (রাজনীতিতে ভোটের হাওয়া : প্রস্তুতি নিয়ে মাঠে সব দল)
ভোট বাগিয়ে অনেক নেতাই
উঁচু উঁচু দালান তোলেন,
চামচারা হয় বেপরোয়া
ফেনসিডিলের চালান তোলেন।
মাঝে মাঝে তাই তো তারা
মাঠে ভোটের হাওয়া তোলেন,
মারামারি কাটাকাটি
সংঘর্ষ ধাওয়া তোলেন।
নষ্ট গুড়ের খাজা যারা
তারাই আওয়াজ ফাঁকা তোলেন,
মিছিল করে মিটিং করে
নগদ নগদ টাকা তোলেন।
ভোটের পরে সকল নেতাই
রাজধানীতে বাড়ি তোলেন,
সুযোগ বুঝে নিজের নামে
শুল্কমুক্ত গাড়ি তোলেন।
আর জনগণ হা;
দিচ্ছে তারা বাওয়া ডিমেই তা!
-আহাদ আলী মোল্লা।
১৪.০৫.২০১৭