খবর:(জীবননগরে তরুণীকে অপহরণ করতে এসে দুজন গ্রেফতার)
মদ্দানি খুব দেখাস তোরা
আবার পড়িস ফাঁদে,
মানুষ কখন কাঁদে
কাঁদে তখন; যখন নাকি
পড়ে বেঘাই খাঁদে।
মাস্তানি আর গু-ামিতেও
পোক্ত পাকা তোরা,
বুদ্ধি করিস ফন্দি আঁটিস
আনকোরা আনকোরা।
সব পাকামোই জলে ডোবে
লাঠি পড়া খেলে,
হড়পা যখন পড়ে পিঠে
পালাস আকাম ফেলে।
কী কপালের গেরো;
বাঁচবি যদি শয়তানি রাখ
এখান থেকে বেরো।
Ñআহাদ আলী মোল্লা।
০৮.০৫.২০১৭