টিপ্পনী:  

 

খবর: (   চুয়াডাঙ্গার অস্ত্রধারী চাঁদাবাজ অজয় বাবুর আমৃত্যু কারাদণ্ড   )

 

রাজা ছিলেন বাদশা ছিলেন

আর জমিদার বটে,

চরম ছিলো বাঁদরামি তার

নেই কিছু আর ঘটে।

 

অজয় বাবুর বেজায় দাপট

লর্ডের মতো ছিলেন

চাঁন্দাবাজি খুন খারাবির

মস্ত বড় ভিলেন।

 

তার ভয়ে লোক কাঁপতো ডরে

চান্দা দিতো টাকা,

শঙ্কা ভীতির কারণে সব

করতো পকেট ফাঁকা।

 

খুব ছিলো তার বাহাদুরি

এখন তিনি মেকুর,

যাবজ্জীবন দণ্ড নিয়ে

এবার তুলুন ঢেকুর।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment