টিপ্পনী:

 

 

খবর: (মেহেরপুর পৌর নির্বাচনে আ.লীগ-বিএনপির পাশাপাশি দুই স্বতন্ত্র প্রার্থী)

 

ভোটের মাঠে আছেন ক’জন

দেশদরদী লোক,

তাদের নাকি পৌর মেয়র

হওয়ার খুবই ঝোঁক।

 

ভোট বাগাতে আছেন মাঠে

ঘোরেন ফেরেন ডাঁটে ডাঁটে

চালেন একেক চাল,

হারলে ভোটে জনগণের

উঠবে পিঠের ছাল।

 

ভয় তরাশে ভোটার যারা

আছেন জবর চাপে,

পৌরবাসী শংকা ভয়ে

থরথরিয়ে কাঁপে।

 

ভয় কিরে চল ভোট দিতে যাই

ভাবিসনে চল চল,

আর ডরিনে দেখি এবার

ভোটের কী হয় ফল!

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment