খবর:(দর্শনায় ক্লিনিকগুলো কসাইখানায় পরিণত)
পেট কাটলেই পয়সা আসে
খবর রাখে কে আর,
দালাল যখন রোগী ভেড়ায়
করে মধুর পেয়ার।
আইতে কাটে যাইতে কাটে
করাত তারা শাখের,
রোগীর গায়ে ছুরি মেরে
গোছায় নিজের আখের।
ওরা ভীষণ চালাক চতুর
বড্ড খাদক পেটুক,
দান বসিয়ে হজম করে
যেইখানে পায় যেটুক।
রুমগুলো সব কসাইখানা
ওরা হলো কসাই,
সুযোগ বুঝে রোগী ধরে
পকেট-তবিল খসায়।
-আহাদ আলী মোল্লা