টিপ্পনী

 

খবর:(অস্ত্র হাতে সেই মতিয়ার এখন ঢাবি শিক্ষক)

যার হাতে বন্দুক

ক্ষমতা কি কম,

সব্বাই ডরে কাঁপে

বেটা এক যম।

 

মাস্তানি ভাব নিয়ে

চাকরিও পায়,

ইদানীং দিনগুলো

চলে হাইফাই।

 

দাপটের সাথে চলে

মোটে কম নয়,

তাকে দেখে কেউ কেউ

করে খুব ভয়।

 

মনে মনে চাকরিটা

হলো পাকা তার;

সব্বাই জানে বোঝে

নাম মতিয়ার।

-আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment