টিপ্পনী

খবর:(ফেনসিডিলসহ রাঙ্গিয়ারপোতার রমজান গ্রেফতার)

 

বাজার শহর নগর দেখি

মাদক দিয়ে ভরা,

মাঝে মাঝে চোখে পড়ে

ফেনসিডিলের খরা

 

নেশাখোরের উৎপাতে আজ

চলা ফেরাও দায়,

মাদকসেবী জামা বেচেও

মদহেরোইন খায়

 

মায়ের শাড়ি বিবির শাড়ি

তাও বেচে দেয় তারা,

ওদের শত উৎপাতে তাই

যায় না মোটে পারা

 

মাদক নিয়ে হচ্ছে কাঠি

শুকিয়ে কাল শেষ,

স্বাধীন দেশের মানুষ হয়ে

ভালোই আছি বেশ

 

আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment