টিপ্পনী ২১-১২-১৫

টিপ্পনী

খবর:(ছাত্রলীগের সংঘর্ষে ইবি বন্ধ ঘোষণা)
ভার্সিটি যায় বন্ধ হয়ে
কোথায় এখন পড়বো,
কিভাবে এই জীবনটাকে
মনের মতো গড়বো।

রক্ত দেখি কান্না দেখি
কিভাবে কও হাসবো,
দানব দেখে মানবকে আর
কেমনে ভালোবাসবো।

সবখানে এই ল্যাঠা কেন
কার কাছে তা বলবো,
চললে এমন শেষ অবধি
আগুন হয়ে জ্বলবো।
_আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment