আহাদ আলী মোল্লা
বাড়ে বাড়ুক কমে কমুক
সোনা রুপোর দাম,
জিন্দেগিতে নিইনে মুখে
গয়নাগাটির নাম।
আলু বেগুন পটোল কিনি
চালের সঙ্গে লবণ চিনি
সোডা সাবান তাও,
খিদের জ্বালায় সারা বছর
যাই করে হাউমাউ।
যাদের ঘরে ভাতের আকাল
সুখের কথা ভুললো,
তাদের কাছে অলঙ্কারের
আছে কিসের মূল্য।
চাইনে সোনা চাইনে রুপো
মুক্তা মনি হেম,
আমরা এখন ক্ষুধার্ত লোক
চালেরই প্রবলেম।
সূত্র (সোনার দাম কমলো)