টিপ্পনী – লোডশেডিং

টিপ্পনী

লোডশেডিং

লোডশেডিংয়ের পুরান কথা
নতুন করে আইতাছে;
যারাই ঘুমোয় ফ্যানের নিচে
তারাই তা টের পাইতাছে।

মন মাঝি কার আশায় আশায়
কোন পানে নাও বাইতাছে,
কোন ঘাটে তার মনের মানুষ
সাঁতার কেটে নাইতাছে।

এসির ভেতর যাদের আবাস
তারা কী গান গাইতাছে,
লোডশেডিংয়ের মাত্রা এখন
গ্যাস বা ডিজেল চাইতাছে।

মানুষ আবার তালের পাখায়
সুখের বাতাস খাইতাছে;
দাদিরা কন দেশটা কি ফের
পেছন পানে যাইতাছে?

সূত্র (দিনে এক থেকে দু ঘণ্টা লোডশেডিং)

Comments (0)
Add Comment