টিপ্পনী – কোনটায়

কোনটায়
আহাদ আলী মোল্লা

বছর বছর দেখছি সবাই
আসছে বদল শিক্ষায়,
পায় না ভেবে ছেলে-মেয়ে
তারা কেবল কিক খায়।

কোনটা ভালো কোনটা খারাপ
পায় না জা’গা আস্থায়,
এই কারণেই মন্দ জিনিস
ছাড়ছে নাকো পাছ তাই।

প্রশ্ন মনে বছর বছর
বইগুলো ক্যান পাল্টায়,
আজকে বলো সবুজ পরো
কালকে বলো লাল টাই।

শিক্ষকও যান ভিমরি খেয়ে
অস্থিরতা মনটায়,
আজকে এটা কালকে ওটা
মন বসাবো কোনটায়?

সূত্র (পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল)

Comments (0)
Add Comment