করোনা
আহাদ আলী মোল্লা
আবার করোনা আড় চোখে চায়
আবার করোনা বাড়ছে,
যারা দুর্বল করোনা তাদের
পেছনে পেছনে তাড়ছে।
এত ভ্যাকসিন খরচ করেও
করোনা দু’হাত নাড়ছে,
এখানে ওখানে করোনা আবার
মনে মনে ভিত গাঁড়ছে।
না বুঝে অনেকে ভাষণে সভায়
নানাভাবে গলা ফাড়ছে,
মানুষ যেখানে বেশি সেখানেই
করোনা জীবণু ছাড়ছে।
পৃথিবী জুড়েই করোনার হানা
কত যে জীবন কাড়ছে,
করোনাকে পুজি বানিয়ে অনেকে
সরকারি টাকা ঝাড়ছে।