টিপ্পনি

খবর: (ধর্ষণ মামলার আসামি মেহেরপুরের আলমগীর জেলহাজতে)

 

লোকের পাতে বসে তিনি

খাবেন ঘন ক্ষির,

নষ্ট গুড়ের তিলে খাজা

মগা আলমগীর।

 

ভণ্ড বেকুব ফকা ফাজিল

ধূর্ত চালাক শঠ,

কিন্তু সেদিন ধরা খেয়ে

উল্টে গেলো ঘট।

 

সাধুর সাধু নষ্ট সাধু

দেখলো কেমন জেল

ম্যান্তা গরু পোয়াল খেকোর

হবে না আক্কেল।

 

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment