শাসায় তারা
খবর:(ঝিনাইদহে পপুলার ও সন্ধানীর দুই এজেন্ট লাখ লাখ টাকা নিয়ে উধাও)
পরের টাকা ঘরের টাকা বানায় তারা
পকেট ভরে নিজের বাড়ি মানায় তারা
কর্ম শেষে আদাব স্যালুট জানায় তারা
খুবই ধানাই পানাই তারা।
টাকা খাওয়ার বুদ্ধি মেধা খাটায় তারা
অকারণে এদিক ওদিক হাঁটায় তারা
পয়সা তুলে নিজ হাদানে পাঠায় তারা
বড্ড সেরা বাটায় তারা।
হাওয়া দিয়ে অনেক টাকা কামায় তারা
ফাঁকি দেয়ার জন্য মাথা ঘামায় তারা
নেতা ধরে আন্দোলনও থামায় তারা
বেপথে পা নামায় তারা।
পুঁজি খেয়ে অনেক মানুষ ফাঁসায় তারা
ফাঁদ পেতে রয় মোটা টাকার আশায় তারা
ধরলে কারো নদীর জলে ভাসায় কারা
বললে কিছু শাসায় তারা।
-আহাদ আলী মোল্লা
২৯.১১.২০১৬