টিপ্পনি

খবর: (চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই মহিলা আটক)

হাসপাতালে দালাল ভরা
রোগীকে নেয় ভাগিয়ে,
সুযোগ বুঝে হেসে হেসে
মাল কড়ি নেয় বাগিয়ে।

কাছে গিয়ে খাতির জমায়
বন্ধু মিতা পাতিয়ে,
নানান ছুতোয় কুটুম সেজে
তবিলও নেয় হাতিয়ে।

স্বজন সাজে কায়দা করে
রোগীর মানুষ ছাপিয়ে,
খরচা এবং দায়-দেনা দেয়
আচ্ছা রকর চাপিয়ে।

রোগীর মানুষ কান্না করে
পয়সা পুঁজি হারিয়ে,
চিট প্রতারক ভ- দালাল
কা- তাদের ভারি এ।

Comments (0)
Add Comment