টিপন্নী

অপরাধে জড়াও
এসব কথা শুনলে সবার
লজ্জাতে মুখ নীল হয়,
শুনছি কানে যেসব বাবা
তাল কখনো তিল হয়?

তোমরা নাকি যা করো তা
নিছক শুধু বাতিকে
তাই যদি হয় আর কতকাল
লজ্জা দেবেন জাতিকে?

লেখাপড়া করো না কেউ
পাঠদানও কেউ করাও না
ঘেন্নাধরা এমন বিষয়
সামনে থেকে সরাও না।

খুব মিনতি করি বাবা
বই পড়ো আর পড়াও
মিথ্যে কেন দফায় দফায়
অপরাধে জড়াও!

সূত্র: (শৈলকুপায় এইচএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী ও ১০ শিক্ষক বহিষ্কার)

Comments (0)
Add Comment