আঙুল ফোলা
আমরা সবাই জানি
খাল কেটে কেউ কুমির আনেন
কেউ বা আনেন পানি;
এসব নিয়েই গহেরপুরে
চলছে কানাকানি।
কার স্বার্থে কে খাল কাটে
ফসলফলা মধ্যি মাঠে
যায় না বোঝা পষ্ট,
এতে কারো তবিল ফোলে
চাষিরা পায় কষ্ট।
এসব নাকি টাকার খেলা
টাকা জোগায় কারা,
আড়াল থেকে ভোগিজোগির
নকশা বানায় যারা।
এইভাবে হয় রাতারাতি
আঙুল ফোলার তেলেসমাতি।
সূত্র: (চুয়াডাঙ্গার গহেরপুরের খাল খনন কার স্বার্থে)