টিপন্নী

ইতিহাস
ডাকাত বাবু এখন কাবু
কোথায় ছিলে আগে,
লোকের জিনিস করলে ফিনিস
ছিলো বোধ হয় ভাগে?

ছুটলে জোরে লুটলে জোরে
করলে সহজ কামাই
হাঁটলে বেগে কাটলে বেগে
কে আর তাকে নামায়।

পরের ধনে মনে মনে
পোদ্দারি তার ছিলো
হঠাত করে পাকড়ে ধরে
কে বা কেড়ে নিলো?

সেদিন দেখি আরে এ কী
ডাকাত সাহেব লাশ,
বাড়লে বেশি কাড়লে বেশি
ছাড়বে ইতিহাস?

সূত্র: (মেহেরপুরে একাধিক মামলার আসামি ডাকাত সর্দার খাদেমুল নিহত)

Comments (0)
Add Comment