টিপন্নী

শঙ্কিত খুব

 

ভোটের মাঠে ভালোই লাগে লড়াই

যতোই করুন ভাব ফুটানি বড়াই

সুষ্ঠু যদি হয় পরিবেশ

কোথায় এ ভোট গড়ায়?

 

জয় হলো গে প্রার্থীদেরই কামাই

ক্ষেপলে ভোটার কে বা তাদের থামায়

ব্যালট কাটে তারাই কেবল

মাথা বেশি ঘামায়।

 

ভোটার যাকে জয়ের মালা পরায়

কিংবা যাকেই সম্মানিত করায়

প্রার্থী যতোই হোক না ছোট

কাউকে সে আর ডরায়?

 

সবাই আছে সুষ্ঠু ভোটের আশায়

কিন্তু কখন কে যে কাকে ফাঁসায়

সব মানুষই শঙ্কিত খুব

তাই বলে না ভাষায়।

সূত্র: (দীর্ঘ বিরতির পর ভোটের মাঠে হতে যাচ্ছে নৌকা-ধানের শীষের লড়াই)

Comments (0)
Add Comment