টিপ্পনী
টাকা
কার টাকা কার পকেটে যায়
কার টাকা কে খাচ্ছে
আমজনতা এসব কিছু
আদৌ কি টের পাচ্ছে?
সরকারি মাল আজকে বা কাল
অনেক মানুষ লুটছে
যেই না খাওয়া হচ্ছে খতম
এক পলকেই ফুটছে।
দলের নামে বলের নামে
হচ্ছে টাকা আদায়,
খুব সাধারণ দেশের মানুষ
পড়ছে গোলক ধাঁধায়।
কারোর পকেট শূন্য-কাবার
কারোর তবিল ঝড়ছে
আড়াল থেকে কোন শালা কোন
কলকাটি খুব নাড়ছে।
সূত্র: (দলকা বিল খাস বন্দোবস্তের ২ কোটি টাকা কোথায়?)