টপ্পিনী

টিপ্পনী
খবর: (চুয়াডাঙ্গায় বিদ্যুত পরিস্থিতি খুবই নাজুক)

এই বিদ্যুত কখন আসে
আবার কখন যায়
তার ভরসা নাইরে এখন
তার ভরসা নাই।

জললো ঘরে একটু আলো
ফ্যানের হাওয়ায় প্রাণ জুড়ালো
সাঁঝের বেলায় হারালো সে
আবার কখন পাই;
তার ভরসা নাইরে এখন
তার ভরসা নাই।

ওঠে যদি একটু হাওয়া
আর কি তাকে যাবে পাওয়া
ফুড়–ত করে যাবে চলে
জানিয়ে গুডবাই;
তার ভরসা নাইরে এখন
তার ভরসা নাই।

-আহাদ আলী মোল্লা।
১৩.০৫.২০১৭

খবর: (চুয়াডাঙ্গায় বদ্যিুত পরস্থিতিি খুবই নাজুক)

এই বদ্যিুত কখন আসে
আবার কখন যায়
তার ভরসা নাইরে এখন
তার ভরসা নাই।

জললো ঘরে একটু আলো
ফ্যানরে হাওয়ায় প্রাণ জুড়ালো
সাঁঝরে বলোয় হারালো সে
আবার কখন পাই;
তার ভরসা নাইরে এখন
তার ভরসা নাই।

ওঠে যদি একটু হাওয়া
আর কি তাকে যাবে পাওয়া
ফুড়–ত করে যাবে চলে
জানয়িে গুডবাই;
তার ভরসা নাইরে এখন
তার ভরসা নাই।

-আহাদ আলী মোল্লা।
১৩.০৫.২০১৭

Comments (0)
Add Comment