টপ্পিনী

খবর( ঝনিাইদহে দুই নারী র্ধষণরে অভযিোগে যুবলীগ ও ছাত্রলীগরে তনি নতো গ্রফেতার)

যার কাছে যাই সুযোগ সে নয়ে
কোথায় এখন থাক,ি
যাকইে ভাবি সাধু মানুষ
সইে তো দলিো ফাঁক।ি

বশে ভূষণে ভালোর ভালো
তার কাছে যইে উঠ,ি
আপস করে সওে ঘটনা
ঘটায় মোটামুট।ি

জোর করে কউে খাবল বসায়
কামড়ে বসায় দাঁত,
কোথাও খুঁজে পাইনে দশেে
ঠকি মানুষরে জাত।

যাকে ভাবি বাবার মতো
চাচার মতো বশে,
সুযোগ পলেে ধীরে ধীরে
সওে তো মারে তশে।

আহাদ আলী মোল্লা
১২-০৫-২০১৭

Comments (0)
Add Comment