ঝিনাইদহ সরকারি গণগ্রন্থগারে বইপড়া উৎসব প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে মহাপরিচালক ধর্ম মানুষকে আলোকিত করে কিন্তু জঙ্গী মানুষকে অন্ধকারে নিয়ে যায়

 

ঝিনাইদহ প্রতিনিধি: ধর্ম মানুষকে আলোকিত করে কিন্তু জঙ্গী মানুষকে অন্ধকারে নিয়ে যায়। শিক্ষার্থীরা যেন লাইব্রেরীতে বেশি বেশি যায় এবং জঙ্গী থেকে মুক্ত থাকতে পারে সে জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ সরকারি গণগ্রন্থগার পাঠ কক্ষে বইপড়া উৎসব প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার এ কথা বলেন। তিনি আরও বলেন কাজ করলে মানুষ স্বনির্ভর হয়। বাংলাদেশ উন্নয়নমুখী একটি মডেল দেশ।

ঝিনাইদহ নেজারত শাখার ডেপুঠি কালেক্টর (এনডিসি) নিজাবে রহমতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদফতরের সহকারী সচিব মুহাম্মদ হামিদুর রহমান, সেভ দ্যা চিলড্রেনের প্রজেক্ট অফিসার মুবাররাত আরফিন (সিলভিয়া), অ্যাসিসটেন্ট প্রজেক্ট অফিসার সুরাইয়া মাহীন, রিড প্রকল্পের সমন্বয়কারী ইকবাল হুসাইন, সিনিয়র টেকনিকাল অফিসার (রিডিং)আব্দুল কাদের, সিনিয়র টেকনিকাল অফিসার (এ অ্যান্ড সিএম) ওমর ফারুক জুয়েল, জেলা পাবলিক লাইব্রেরীর লাইব্রেরী অ্যাসিসটেন্ট আশরাফুজ্জামান ও ঝিনাইদহ জেলার রিড প্রকল্পের টেকনিকাল অফিসার, অ্যাডমিন ফিন্যান্স অফিসার, ক্লাসরুম অ্যাসিসটেন্টগণ উপস্থিত ছিলেন। পরে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা সরকারি গণগ্রন্থগারকে তিন তলা বিশিষ্ট করার ও প্রথম শ্রেণির একজন লাইব্রেরীয়ান দেয়ার ঘোষণা দেন গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।

Comments (0)
Add Comment