স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহীদ আলাউল হলে সাহিত্য আসর ‘পদধ্বনি’ এক হাজার ৪৮৩তম আসরের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন আব্দুল হামিদ, শওকত আলী বিশ্বাস, সুমন ইকবাল, হারুন অর রশিদ, সুমন মালিক, অশোক কুমার ঘোষ, আশিকুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম, শেখ পিন্টু, অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাস, জিল্লুর রহমান রুবেল প্রমুখ। স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন ডা. হেদায়েত উল্লাহ এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি অ্যাড. বজলুর রহমান। চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন অ্যাড. বজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।