চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহীদ আলাউল হলে এক হাজার ৪৬৮তম আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মো. আনছার আলী। অনুষ্ঠানের প্রথমেই সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসাধারণ সম্পাদক আবু নাসিফ খলিল। স্বরচিত লেখা পাঠ করেন আনছার আলী, এমএ মামুন, হারুন অর রশিদ, আবু নাসিফ খলিল, সুমন মালিক, হুমায়ূন কবীর, সিদ্দিক আহমেদ, হোসেন মোহাম্মদ ফারুক, ডা. তোফাজ্জল হোসেন, সাইমুন কবীর পিয়াস, সুমন ইকবাল, মিজানুল হক প্রমুখ। চুয়াডাঙ্গা সাহিত্য সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন ডা. হেদায়েত উল্লাহ, কাজল মাহমুদ, রিচার্ড রহমান ও শেখ পিন্টু। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে গান পরিবেশন করেন এমএ মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল।-প্রেস বিজ্ঞপ্তি।