স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সহিত্য পরিষদ সংলগ্ন শহীদ আলাউল হলে এক হাজার ৪৬০ সাহিত্য আসরের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। স্বরচিত লেখা পাঠ করেন কবি গোলাম কবীর মুকুল, আহাদ আলী মোল্লা, সার্থক আলীম, আনছার আলী, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, সুমন মালিক, নাঈমুর রহমান, ডা. তোফাজ্জল হোসেন, জামাল উদ্দীন বেঙ্গলী, নুরুজ্জামান, এমএ মামুন, হারুন অর রশিদ ও নজমুল হেলাল। স্বরচিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল।