চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত  

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এক হাজার ৪৫৭তম এ আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, হারুন অর রশিদ, সুমন ইকবাল, এম এ হামিদ, চিত্তরঞ্জন সাহা চিতু, হুমায়ুন কবীর, সাইফুল ইসলাম, ড. তোফাজ্জল হোসেন, রাকিব হাসান, আনছার আলী, কবি নজমুল হেলাল, মো. হায়দার আলী, সুমন মালিক, তৌহিদ আকবর অন্তু, আবু নাসিফ খলিল প্রমুখ। চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসিফ খলিল।

Comments (0)
Add Comment