চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক আসর পদধ্বনি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এক হাজার ৪৩৩ আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। শুরুতেই সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন বৃহত্তর কুষ্টিয়া লেখক পাঠক ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কন্ঠশিল্পী ফৌজিয়া আফরোজ তুলি, সুমনা রহমান, আবু আফজাল সালেহ, অ্যাড. বজলুর রহমান। স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবির মুকুল, সুমন ইকবাল, মো. আলাউদ্দীন, ইয়াসিন রেজা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, জুলফিকার আলী কানন, আব্দুল্লাহ আল-আমিন নিরব, সুমন মালিক, আব্দুল ওয়াদুদ, আজিজুল হক রানু, কাউসার লাল, ফৌজিয়া আফরোজ তুলি, কবি নজমুল হেলাল। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান, নজির আহমেদ ও আব্দুল কাশেম অনুরাগী। সঙ্গীত পরিবেশন করেন চুয়াডাঙ্গা এনএসআই’র উপপরিচালক জিএম জামিল সিদ্দিক, ওস্তাদ আব্দুস সালাম তারা, ফৌজিয়া আফরোজ তুলি, সুমনা রহমান, সিরাজুল ইসলাম, বিধানচন্দ্র বিশ্বাস, জুলফিকার আলী কানন, আজিজুল হক রানু। তবলায় সঙ্গত করেন ওস্তাদ সিরাজুল ইসলাম ও বিধানচন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ ও দপ্তর সম্পাদক সুমন ইকবাল। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিচার্ড রহমান, আতিয়র রহমান, আনছার আলী, হাবিবি জহির রায়হান, আবু সাদাদ, হাসেম আলী, নটরাজ হারুন-অর রশিদ, গিয়াস উদ্দীন টিটোন, হামিজ উদ্দীন, আহমেদ আলী, মাসুদুর রহমান, জহুরুল ইসলাম, আহমেদ বেলাল, টিউটন, সামদানী, সোহেল রানা ও মাসুদ রানা।

 

Comments (0)
Add Comment