স্টাফ রিপোর্টার: মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন স্মরণীয় করে রাখতে চায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ। এ জন্য চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একগুচ্ছ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচি ও অনুষ্ঠানমালা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের চত্বরের শহীদ আলাউল হলে এ বিষয়ে গতকাল রোববার রাত ৮টার দিকে সংগঠনের উপদেষ্টাম-লী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যগণের মতবিনিময় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে মতবিনিময়সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নজির আহমেদ আগামী ১৬, ১৭ ও ১৮ডিসেম্বর ২০২১ অনুষ্ঠেয় কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। পরিষদের প্রধান উপদেষ্টা ও উৎসবের প্রধান সমন্বয়কারী চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন কর্মসূচির বিষয়ে সহমত পোষণ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘ভালো কাজের জন্য সম্মিলিত উদ্যোগ নিলে তা বাস্তবায়ন করা কঠিন হয় না। এজন্য অবশ্যই সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টাম-লীর সদস্য সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ ও অ্যালবার্ড বিশ্বাস, সহসভাপতি গোলাম কবীর মুকুল, যুগ্মসাধারণ সম্পাদক অমিতাভ মীর, অর্থ সম্পাদক আনছার আলী, দফতরসম্পাদকসুমনইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, গ্রন্থাগারিক সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক, লোকসাহিত্য সম্পাদক কাজল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য রিচার্ড রহমান, হোসেন জাকির প্রমুখ। সংগঠনের সভাপতি কবি নজমুল হেলাল প্রধান উপদেষ্টাসহ উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে মতবিনিময়সভার সমাপ্তি ঘোষণা করেন।