স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সাহিত্য এক হাজার ৪৪৮তম আসরের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন তৌহিদ আকবর অন্তু, আনছার আলী, আবু নাসিপ খলিল, সাইফুল ইসলাম, কাজল মল্লিক, গোলাম কবীর মুকুল ও নজমুল হেলাল। চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ এবং দফতর সম্পাদক সুমন ইকবাল ও ডা. হেদায়েত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। স্বরচিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা অ্যালবার্ড বিশ্বাস, সমাজসেবক আতিয়ার রহমান, সাংবাদিক এমএ মামুন, হোসেন মোহাম্মদ ফারুক, হারুন অর রশিদ প্রমুখ। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা ও কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলার নৃসংশকতা নিয়ে আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় শহীদ হাসান চত্বরের স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।