স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ চুযাডাঙ্গা জেলা শাখার সম্মেলনে হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ পুনরায় স্বপদে নির্বাচিত হওয়ায় দলীয় বিভিন্ন ইউনিয়টসহ বিভিন্ন সংগঠনের তরফে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ মুক্তযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা, উপজেলা ও পৌর কমান্ড কাউন্সিল, জীবননগরের হাসাদহ আওয়ামী লীগ, যুবলীগ, আলমডাঙ্গার কালীদাসপুর ইউনিয়ন নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। অপরদিকে দর্শনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলামকে গতকাল দলীয় নেতাকমীরা ফুল দিয়ে অভিনন্দিত করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর কমান্ড এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিতীয় দফায় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় ২ বীর মুক্তিযোদ্ধাকে অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।
জানা গেছে, গত ২ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে ২ বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এবং আজাদুল ইসলাম আজাদ যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা, সদর উপজেলা ও চুয়াডাঙ্গা পৌরকমান্ড গতকাল জেলা সভাপতির বাসভবনে গিয়ে দু নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এ সময় মুক্তিযোদ্ধাদের মধ্যে জেলা কমান্ডার আবু হোসেন, ডেপুটি কমান্ডার মোস্তফা খান, উপজেলা কমান্ডার আ.শু বাঙালি, ডেপুটি কমান্ডার আহসান আলী, সাংগঠনিক কমান্ডার মোজাম্মেল হক, দফতর কমান্ডার ফজলুল হক, সহকমান্ডার প্রচার কাজী আবুল কাশেম, সহকমান্ডার ওসমান গনি, আজিজুল হক ও রহমত আলী।
এদিকে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দারের আমন্ত্রণে সাংবাদিকরা সংবাদ ব্রিফিঙে মিলিত হন। এর আগে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি প্রবীণ শিক্ষক মাহাতাব উদ্দীন, সাধারণ সম্পাদক সরদার আল আমিনসহ স্থানীয় সংবাদপত্র ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রায় সকল সদস্য ফুল দিয়ে অভিনন্দন জানান। কুশল বিনিয়ের মধ্যদিয়ে সংবাদ সম্মেলন চা চক্রে রূপ নেয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে জীবননগরের হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদকে ফুল দিয়ে সংবর্ধনা দেন। এ সময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহরাব বিশ্বাস, যুবলীগ নেতা আব্দুল খালেক মাস্টার, খলিলুর রহমান, রফিকুল ইসলাম, মাফিকুল ইসলাম নান্নু, লাবু প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, পুনরায় চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। তিনি পুনরায় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দর্শনা পৌর আ.লীগের পক্ষ থেকে দোয়া ও ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা রেলবাজার চেয়ারম্যান মার্কেটের ছাদে মতবিনিময়সভার সভাপতিত্ব করেন দর্শনা পৌর আ.লীগের সিনিয়র সহসভাপতি আমির হোসেন। মতবিনিময়কালে আজাদুল ইসলাম আজাদ বলেন, আমরা মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের আদর্শের সিঁড়ি বেয়ে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় আলোচনা করেন জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেরা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মতিয়ার রহমান। দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় আলোচনা করেন আ.লীগ নেতা আবুল কালাম, আতিয়ার রহমান হাবু, ইদ্রীস আলী, মুন্সি সিরাজুল ইসলাম, ইলিয়াস হোসেন, আজিজুল হক জোয়ার্দ্দার, ফরজ মল্লিক, এনায়েত হোসেন, মুকুল মিয়াজী, হুমায়ন আহম্মেদ, ঠাণ্ডু মিয়া, জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম হুকুম, সরোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা রাসেল হোসেন, রনি, হিরক, আকামত, বাকী, রফিকুল, বাবুল, নাজিম প্রমুখ। মতবিনিময়সভার আগে আজাদুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কালিদাসপুর ইউনিয়ন যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগ সভাপতি রাজু আহমেদ, সম্পাদক জমির উদ্দীন, সহসভাপতি রেজাউর রহমান বাবু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শমসের আলী, যুবলীগ সম্পাদক রিভেল, ওয়ার্ড যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, শমের আলী, সম্পাদক কলম আলী, লিপু বিশ্বাস, বাবু, মামুন, আজাদ, মহিবুল ইসলাম, কামাল, শাহিন প্রমুখ।