স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহীদ আলাউল হলে শারীরিক দ‚রত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এক হাজার ৪৪৬ তম আসর অনুষ্ঠিত হয়। এ আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। স্বরচিত লেখা পাঠ করেন হুমায়ূন কবীর, সুমন মালিক, নুরুজ্জামান, মুরশীদ, গুরু কাজল মল্লিক, আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল, ডা. তোফাজ্জল হোসেন, জুবায়ের হাসান, নটরাজ হারুন অর রশিদ, কবি নজমুল হেলাল ও অ্যাড. সৈয়দ হুমায়ূন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল। স্বরচিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি গোলাম কবীর মুকুল, হুমায়ূন কবীর, কাজল মল্লিক ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবু নাসিফ খলিল। উপস্থিত ছিলেন সমাজসেবক আতিয়ার রহমান, হাজি নজরুল ইসলাম, ডা. হেদায়েত উল্লাহ, হোসেন ফারুক প্রমুখ। উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ আয়োজিত পরবর্তী সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি সাহিত্যের লেখিয়ে বন্ধু ও সাহিত্যানুরাগী ছাড়াও যে-কেউ প্রতি শুক্রবার বিকেলে অনুষ্ঠেয় এ সাহিত্য আসরে অংশগ্রহণ করতে পারেন। আগামী শুক্রবার থেকে বিকেল ৫টায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হবে।