চিন্তিত খুব

আহাদ আলী মোল্লা

আবুল কালাম কালু
বেজায় রকম চালু
ফেনসিডিলের চালান তোলেন
বেচে পাকা দালান তোলেন
তিনি
বড্ড তাকে চিনি।

লোকটা মাদক কারবারি
ধরা পড়েন বারবারই
যেই ছাড়া পান আবার ফেরেন
সেই পুরোনো পেশায়
তার কারণেই যুব সমাজ
জড়িয়ে পড়ে নেশায়।

ভদ্রবেশী মানুষ কালু
বিক্রি করেন মাদক
আটক হওয়ায় চিন্তিত খুব
কয়েক হাজার খাদক।

সূত্র: (চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়ার মাদক ব্যবসায়ী কালু আটক)

 

Comments (0)
Add Comment