চিনির বাজার

টিপ্পনী

টিপ্পনী

চিনির বাজার

চিনি তোমায় চিনি;
গরিব লোকের সঙ্গে সদায়
খেলছো ছিনিমিনি

এই যে ধরো বছর খানেক আগে
তোমার তেমন দাম ছিল না
শুনলে কেমন লাগে?

এখন তোমার বড্ড কদর
উপজেলা-জেলা সদর
দাম বেড়েছে তাই,
তোমার এখন ভাব-ফুটানি
চলনে হাইফাই।

দিচ্ছো হাওয়া সিন্ডিকেটে
বাড়ছে চিনির মূল্য
কোন বেটারা কোন কারণে
বাজার এমন তুললো?

সূত্র:(কেজিতে ১৪ টাকা বাড়লো দেশি চিনির দাম)

Comments (0)
Add Comment