চরিত্র

টিপ্পনী

টিপ্পনী
চরিত্র

কমার সময় সামান্য কম
বাড়ার সময় বেশি,
কিচ্ছু করার নেই জনতা
এই কালচার দেশি।

দাম কমে যেই ছুটে গেলাম
দোকানদারের কাছে,
কন হেসে ‘ভাই আগের রেটের
মাল দোকানে আছে।

নতুন রেটের জিনিস যখন
আসবে তখন পাবেন,
দোকানদারের চরিত্র কী
এখটুখানিক ভাবেন।

কিন্তু যখন দাম বেড়ে যায়
বাড়ান সাথে সাথে,
তেলেসমাতি সব আছে ওই
দোকানদারের হাতে।

সূত্র:(১২ কেজি এলপিজির দাম কমলো ৬৫ টাকা)

Comments (0)
Add Comment