গ্যাঁড়াকলে

টিপ্পনী

টিপ্পনী

গ্যাঁড়াকলে

রানার মাথায় বুদ্ধি ভালোই
একলা একাই কর্তা সাজেন,
অফিসারের নাম নিয়ে বেশ
এদিক সেদিক দেমাগ ভাজেন।

দেশ-বিদেশে ঘোরেন তিনি
কায়দা রকম সাজান নাটক,
কিন্তু সেদিন বরাত খারাপ
পুলিশ তাকে করলো আটক।

দিনের শেষে সাঁঝ সাঁঝ ভাব
হলেন তিনি জেলে চালান,
খুব মসিবত, যাবেন কোথায়
ঘিরলো তাকে রাঙা দালান।

মর্যাদা মান থাকলো না তার
সবাই ছি ছি বলে,
ঝিনাইদহের রানা এবার
পড়লো গ্যাঁড়াকলে!

সূত্র:(রংপুরে ভুয়া প্রিসাইডিং অফিসার ঝিনাইদহের রানা আটক)

Comments (0)
Add Comment