গাংনী প্রতিনিধি: অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মেহেরপুরের গাংনীতে এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী গাংনী সরকারি ডিগ্রী কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব অর্পন-দর্পন স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাশেদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা ব্যবস্থাপক, কবি ও গবেষক ড. সাইফ ফাতেউর রহমান। সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমীনা পারভীন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ও অনুষ্ঠানের সদস্য সচিব গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। কমিটির সদস্য আবু সাদাত মো. সায়েম পল্টুর পরিচালনায় অনুষ্ঠানে গাংনী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম, গাংনী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, গাংনী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক শফি কামাল পলাশ, গাংনীর বাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজামান, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের মোমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এগিয়ে যাওয়ার জন্য বই পড়ি প্রতিযোগিতার পরীক্ষায় অংশগ্রহণ করে (ক) বিভাগের প্রথম স্থান অর্জন করে যৌথভাবে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরাফাত রহমান ও রিওন আহমেদ, যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সম্পা খাতুন ও এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তাকিয়া খাতুন। (খ) বিভাগের প্রথম স্থান অর্জন করে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খালিদ হাসান রনি, যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে তেতুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের উম্মে হানি বৃষ্টি ও ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের আফরোজা শিরিন জেবা। (গ) বিভাগে প্রথম স্থান অর্জন করে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম ও যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে গাংনী সরকারি ডিগ্রী কলেজের তাশফিয়া অনু এবং করমদি কলেজের মো. কামাল হোসেন। বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ, সনদপত্র ও বিভিন্ন লেখকের বই তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে শপথবাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান তাশফিয়া অনু।