জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় এমপি টগর
মোস্তাফিজ কচি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর এমপি বলেন, কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে গবেষণা ইনস্টিটিউট করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কার্পাসডাঙ্গা মিশন পল্লিতে ১৯২৬-২৭ সালের দিকে দু মাস অবস্থান করেছিলেন। এখানে তিনি অনেক কবিতা ও সাহিত্য লিখেছেন। এলাকার মানুষ কবি নজরুল ইসলামকে স্মরণ করে। তাই প্রতিবছরে নজরুল জয়ন্তী পালন করা হয়।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে নবাগত জেলা প্রশাসক মো, জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে দুর্যোগ পূর্ণ বৈরী আবহাওয়ায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল ইসলাম অনু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা আ.লীগে সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আটচালা ঘরের মালিক মি. প্রকৃতি বিশ্বাস বকুল, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সম্পাদক সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, অগ্নিবীনার প্রতিষ্ঠাতা এমএ সিরাজ, আ.লীগ নেতা সহিদুল হক, রবিউল হোসেন শুকলাল, আব্দুল কাদের বিশ্বাস, রেজাউল করিম মিন্টু, আব্দুস সালাম বিশ্বাস, জাহিদুর রহমান মুকুল, প্যানেল চেয়ারম্যান আবদুল হাকিম, সাবেক জিএস আবদুল হামিদ, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আজিবার রহমান সিজার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান শরীফ, বখতিয়ার খলজি বকুল, মেহেদি মিলন ছাত্রলীগ নেতা রানা, শিরিন, শিবলু, শোভন, সাদি প্রমুখ।
প্রধান অতিথি এমপি টগর বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা খড়ের ঘরটি সংরক্ষণ ও মেরামত করা হবে। কবির স্মরণে রজতজয়ন্ত্রী যথাযথভাবে পালিত করা যায়। তার জন্যে সহযোগিতা থাকবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মুন্সি আবু সাঈফ।