কার্পাসডাঙ্গা প্রতিনিধি : কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। জন্মজয়ন্তী উপলক্ষে স্বাস্থবিধি মেনে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের কবি স্মৃতি বিজড়িত আটচালাঘর সংলগ্ন স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। জেলা প্রশাসনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এছাড়া পুস্পমাল্য অর্পণ করে নজরুল স্মৃতি সংসদ, নজরুল স্মৃতি সংসদ শিল্পী গোষ্ঠি, আটচালা ঘর পরিবার, নজরুল স্মৃতি সাহিত্য সংসদ, ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বর্তমান কৃষি মন্ত্রনালয়ের সন্মানিত পোল সদস্য এবং নজরুল গবেষক মোঃ হামিদুর রহমান, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, কবি আকলিমা খাতুন, শিল্পী রঘুনাথ পাল, নিশাত শারমিন সোনিয়া, আফসানা কণা, প্রিন্স সাজ্জাদ, শেখ সাজ্জাদ প্রমুখ।