আহাদ আলী মোল্লা
জরিমানার বহর দেখি
দেখছি অনেক দণ্ড
থামছে না তাও আকাম যতো
থামছে না সব ভণ্ড
গুণছে টাকা নগদ নগদ
ছলছে পুরান কাজও
বছর বছর চলছে বারণ
চলছে সে কাম আজও
কী কারণে একই রকম
চলছে দেশে কারবার
একই রকম দৃশ্য দেখি
সারা বছর বারবার
মেলে না তার জবাব কিছুই
জবাব দেয়া বারণ
সবাই বলেন হেসে হেসে
কারণ আছে কারণ
সূত্র: (মেহেরপুরের ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা)