উপায়হীন

টিপ্পনী

টিপ্পনী

উপায়হীন

হোটেলে খাই বাসি-পচা
টি স্টলে নকল র-চা
খাবার দাবার খারাপ বলেই
ওই ব্যাটারা খাচ্ছে কচা।

হোটেল খাই নোংরা পানি
এসব হলো জানাজানি
প্রশাসনের লোকরা এসে
জরিমানা করেন;
দুর্নীতিবাজ কিছু মানুষ
ভাবটা বুঝে সরেন।

বেগতিক এই অবস্থাতেও
বাসি-পচা সদায় খাই;
ওই বেটাদের সিন্ডিকেটে
আমজনতার উপায় নাই।

সূত্র:(মেহেরপুরে দুই হোটেল মালিকের জরিমানা)

Comments (0)
Add Comment