উচিত বিচার হোক

আহাদ আলী মোল্লা

দালাল ঘোরে সকাল বিকেল
নেই দালালের অভাব,
হরেক রঙের দালাল আছে
হরেক রকম স্বভাব।

এক দালালে দু’হাত টানে
এক দালালে দেহ,
কেউ দেয় টান কোমর ধরে
দুই পা ধরে কেহ।

একটা দালাল পটায় খালি
অন্য দালাল হাসে,
পাশের দালাল সরে গেলেই
আরেক দালাল আসে।

সাত দালালের যুক্তি নিয়ে
বোকা সাজে লোক,
একই সাথে সব দালালের
উচিত বিচার হোক।

সূত্র (চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে দালালি রোধে ভ্রাম্যমাণ আদালত)
০৭.০২.২০১৮

Comments (0)
Add Comment