আলমডাঙ্গা বই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে স্টল বরাদ্দ

 

আলমডাঙ্গা ব্যুরো: উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৩ দিনব্যাপী আলমডাঙ্গা বই মেলা-১৭ উপলক্ষে আলমডাঙ্গার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে স্টল বরাদ্দ উপলক্ষে আলোচনাসভায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বই মেলা-১৭ উদযাপন কমিটির আহ্বায়ক কবি মামুন খন্দকার, সদস্য সচিব পিন্টু রহমান, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ সাম্জী, কলমিলতা সাহিত্য পত্রিকার সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, আতিকুর রহমান ফরায়েজী, ডা. আতিকুর রহমান বিশ^াস, আসিফ জাহান, আশরাফুল হক লুলু, গোলাম রহমান চৌধুরী, তামিম হুসাইন ডালিম, সাংবাদিক মাহফুজুর রহমান, জামিরুল ইসলাম, কহন কুদ্দুস, হাসানুজ্জামান প্রমুখ। এ সময় আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, আলাউদ্দিন আহমেদ পাঠাগার, কলমিলতা সাহিত্য পত্রিকা, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ, জয়ত্রী সাহিত্য পত্রিকা, আলমডাঙ্গা আবৃতি পরিষদ, উদ্ভাস সাহিত্য সংস্থা, আলমডাঙ্গা প্রেসক্লাব, সংকেত সাহিত্য পত্রিকা, রঙ্গণ মিডিয়াকে স্টল বরাদ্দ দেয়া হয়।

Comments (0)
Add Comment