আহাদ আলী মোল্লা
বাবার পকেট চুরি করে
ফুল কেনো কার জন্য,
মায়ের যদি খোঁজ না নিলে
মানুষে হও গণ্য?
ভালোবাসা কাকে বলে
তাই বোঝো না আজও,
কার জন্য রাস্তা মেপে
শখের পাঁপড় ভাজো।
প্রেম কি বাবা ফুল দিয়ে হয়
না কেনা যায় হাটে,
কার জন্য তোমার এ বুক
অষ্টপ্রহর ফাটে?
আজ দিচ্ছো তন্বিকে ফুল
কাল পপিকে পার্কে,
পরের দিনে স্বপ্না দেখি
আছে তোমার আর কে?
সূত্র: (বিশ্ব ভালোবাসা দিবস)