আন্দুলবাড়িয়া প্রতিনিধি: এসো পৃথিবী দেখি সাহিত্যের আয়নায়, এ স্লোগান নিয়ে আন্দুলবাড়িয়া সাহিত্য পরিষদের সভাপতি আশরাফুন নাহার শোভার প্রথম কাব্যগ্রন্থ ‘নীল আকাশের নীচে’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন কনফারেন্স হলে সাহিত্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপত্বি করেন ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জেলার বিশিষ্ট গুনীজন মুন্সী আবু সাঈফ মুকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক। সাহিত্য পরিষদের দফতার সম্পাদক জাহিদুল ইসলাম মামুনের উপস্থাপনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, দর্শনা সাহিত্য পরিষদের সভাপতি শাহ জামাল, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক সামসুল আলম, চুয়াডাঙ্গা লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষক শৈয়োব দরবেশ, শিক্ষক দরুদ আলী, আরিফুল ইসলাম আরিফ, শিক্ষক শফিকুল ইসলাম ও লেখিকার ছোট মেয়ে নৈঋত খাতুন প্রমুখ। পবিত্র কোরআন তেলায়াত করেন মোল্লা তাসলিম উদ্দিন।